মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে নিজের পিস্তলের গুলিতে শাহিন আহমেদ নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে ওই উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এএসআই শাহিন আহমেদ কাশিমনগর ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকজন যুবক খেলাধুলা করছিল।
এ সময় সেখানে জনসমাগম ঠেকাতে গেলে এএসআই শাহিনের সঙ্গে যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিজের পিস্তল থেকে মিস ফায়ার হয়ে তার পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।