ক্রীড়া ডেস্ক : ২০১৫ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ভারত, স্কটল্যান্ড ও আফগানিস্তান। বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে যেমনটা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও ভালো খেলেছেন মাশরাফি-রুবেল-তাসকিনরা।
গ্রুপপর্বে আফগানিস্তান, স্কটল্যান্ডকে হারানোর পাশাপাশি শক্তিশালী ইংল্যান্ডকেও পরাজিত করে টিম বাংলাদেশ। ফলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পান টাইগাররা।
কোয়ার্টার ফাইনালে অবশ্য আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়। তবে বিশ্বকাপে বাংলাদেশ দল যে পারফরম্যান্স করেছে তা গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের মন জয় করেছে।
বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে টাইগারদের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণসংবর্ধনা দেওয়ার। আজ বিকেল ২.৩০ মিনিটে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে সেই গণসংবর্ধনার।
বাংলাদেশ ক্রিকেট দলের এই গণসংবর্ধনায় অনুষ্ঠিত কনসার্টে দর্শকদের মাতাবে ব্যান্ড দল মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেইথ ও নেমেসিস।