মোঃ আবদুল হক রেনু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। দেশে রেল যোগাযোগ বন্ধ থাকায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে কোন যাত্রীর আনাগোনা নাই। এতে আসপাশের বখাটেদের উৎপাত বৃদ্ধি পেয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্টেশনের প্রবেশপথে বেরিকেড দিয়ে বন্ধ করা হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমন ও বিস্তার থেকে জনগণকে নিরাপদে রাখতে জেলা উপজেলায় রাস্ট্র কর্তৃক লকডাউন আরোপ করা হয়েছে। এতে দেশের রেল যোগাযোগসহ সকল গণপরিবহন বন্ধ রয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে নিরাপত্তায় নিয়োজিত হাবিলদার, কামরুল ইসলাম জানান, এখন দেশের সর্বত্র রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে কোন যাত্রীর আনাগোনা নাই। ইত্যবসরে এলাকার লোকজন বিভিন্ন স্থানে যাতায়াতের পথ হিসেবে ফ্লাটফরমকে ব্যবহার করছে। ফ্লাটফরমে যাত্রীদের বসার জন্য রাখা (বেঞ্চ) আসনগুলো ফাঁকা পেয়ে এলাকা কিছু বখাটে যুবক লকডাউন উপেক্ষা করে এখানে আড্ডা দিতে আসে।
পথচারী ও ভবঘুরে লোকজন এখানে এসে ভীর জমায়। তাদেরকে আসতে বারণ করলেও শুনেনা। তাই স্টেশনের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়েই স্টেশনে যাতায়াতের সকল পথে বেরিকেড দিয়ে বন্ধ করা হয়েছে।