শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসে আকান্ত সন্দেহে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি শায়েস্তাগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, শায়েস্তাগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল প্রচন্ড শ্বাসকষ্ট অণুভব করলে বুধবার বিকেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তবে তার করোনা হয়নি। সন্দেহভাজন হিসেবে তাকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রিপোর্ট আসলেই বুঝা যাবে।
তিনি আরো বলেন, থানায় স্থান সংকটের কারনে কাজের সুবিধার্থে থানাকে দু’টি ভাগে বিভক্ত করা হয়েছে।
যদি কেউ সংক্রমিত হন তাহলে যেন অন্য একটি অংশ থানার কাজ চালিয়ে যেতে পারে সেজন্য থানা থেকে একটি অংশ ভাগ করে কমিউনিটি সেন্টারে আনা হয়েছে।
হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক পুলিশ কনস্টেবল সদর হাসপাতালের আইসোলেন্ট ওযার্ডে ভর্তি করা হয়েছে।
তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
রিপোর্ট আসলেই বিষয়টি স্পষ্ট হবে তিনি করোনায় আক্রান্ত কিনা।