শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে করোনা ভাইরাসে আকান্ত সন্দেহে সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ কনস্টেবলের রিপোর্ট নেগেটিভ এসেছে
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ কনস্টেবল সোহাগ শ্বাসকষ্ট অণুভব করলে বুধবার বিকেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সন্দেহভাজন হিসেবে তাকে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে সোহাগের করোনা টেস্টের রিপোর্টে নেগেটিভ এসেছে।
হবিগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখেছুর রহমান উজ্জল জানান, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশের নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছিল। পরিক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে।