মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী পুন্যবাহী একটি ট্রাক চাপায় বেসরকারী একটি ইউনিভারসিটি থেকে সদ্য পাশ করা ট্রেক্সটাইল ইন্জিনিয়ার অজয় ঘোষ (২৬)ও তার বন্ধু পার্থদাস (২৭) গুরুত্বর আহত হয়েছে।
আশংকা জনক অবস্হায় তাদের উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হযেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেলঘর নামক স্হানে এ সড়ক দুর্ঘনা ঘটে। পুলিশ জনতার সহযোগিতায় ট্রাক চালক আসাদ উল্ল্যহ চৌধুরী বাবু(৫৫)কে আটক করছে।
মাধবপুর থানার উপ পরিদর্শক আবুল কাশেম জানান মাধবপুর পৌর সভার কাটিয়ারা গ্রামের নিশিত ঘোষের ছেল ট্রক্সটাইল ইন্জিনিয়ার অজয় ঘোষ ও একই এলাকার শিবুদাসের ছেল পার্থ দুই বন্ধু মোটর সাইকেল যোগে হবিগঞ্জ থেকে মাধবপুরে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তা পাকা থাকায় চট্রগ্রাম থেকে আসা একটি পুন্যবাহী ট্রাক দ্রুতগতি তে যাওযার সময় মোটর সাইকেল টিকে ধাক্কা দিলে মোটর সাইকেল টি ধুমড়ে মুছড়ে যায়।
এতে মোটর সাইলেক আরোহী অজয় ও পার্থ গুরুত্ব আহত হন।তাদের উদ্বার করে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্হা গুরুত্বর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হযেছে।
মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা সত্যতা নিশ্চিত করে বলেন তাদের অবস্হা সংকটাপন্ন তাই উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে। টহলে থাকা মাধবপুর থানার উপ পরির্দশ আবুল কাশেম বলেন জনতার সহায়তার ট্রাকের চালক আসাদ উল্লাহ বাবু সহ ট্রাকটি আটক করা হয়েছে।