সংবাদদাতা : বানিয়াচঙ্গে রুমান নামের একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলা সদরের সাগর দীঘির দক্ষিণ পাড়ের গিয়াস উদ্দিনের পুত্র। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় খেলার সাথীদের নিয়ে গতকাল শনিবার দুপুর ১টার পরে সাগর দীঘিতে গোছল করতে নামে শিশু রুমান। খেলার এক পর্যায়ে সাগর দীঘির অথৈ পানিতে তলিয়ে যায় সে। পরে স্বজনরা অনেক খোজাখুজি করে রুমানকে পেয়ে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বর্তমানে তার বাড়িতে কান্নার রোল পড়ে।
উল্লেখ্য, সাগর দীঘি থেকে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে গভীর গর্ত করে বালু উত্তোলন করায় এসব গর্তে পড়ে বেশ কয়েকজন শিশু মারা গেছে। স্থায়ীভাবে সাগর দীঘি থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।