সুতাং প্রতিনিধি: বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে সচেতনতার পাশাপাশি কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সুতাং সামাজিক সংগঠন ‘অঙ্গীকার ‘।
শুক্রবার (১৭এপ্রিল) শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নে ৪,৫,৬ নং ওয়ার্ডে সুতাং সামাজিক সংগঠন “অঙ্গীকার “এর পক্ষ থেকে স্পেন প্রবাসী মোঃ লিয়ন মিয়ার আর্থিক সহযোগিতায় ২য় বারের মত ১৫০জন গরিব ও অসহায় পরিবারের মধ্যে ৭কেজি চাল,২কেজি আলু২/১ডাল প্যাকেট বিতরণ করা হয়।
এসময় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন,সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাইফ ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাসির হুসাইন, ও সকল সদস্যবৃন্দ। এ ব্যাপারে মোঃসাইফুল ইসলাম সাইফ বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় মানুষ যখন ঘরবন্দি তখনই অসহায় মানুষের হাহাকার দেখে কষ্ট সহ্য করতে পারেনি সুতাং “অঙ্গীকার” সামাজিক সংগঠন।
তিনি আরো বলেন আমাদের এই সেচ্ছাসেবী কাজ দেখে এই সংগঠনের তহবিলে অনেকেই আর্থিক সাহায্য সহযোগিতা করেন যাচ্ছেন। আমাদের এই স্পেন প্রবাসী লিয়ন ভাই ৩০ হাজার টাকা দান করছেন। যা সামাজিক ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করার জন্য।
আগামীতেও আমাদের এই সংগঠন আপনাদের পাশে থেকে দান,সদকা করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,সমাজের বিত্তবান মানুষেরা যদি দানের কাজে এগিয়ে আসে তাহলে অসহায় মানুষ কিছুটা হলেও শান্তি পাবে। সংকট থেকে সবাইকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।