মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: আকাশের চাঁদ যেন ঝলসানো রুটি।খিদের জ্বালায় পৃথিবী গদ্যময়।পেটের খিদে নিয়ে এমন অসংখ্য কবিতার পংক্তিমালা রয়েছে।করোনার যাঁতাকলে পড়ে দেশে হাজারো লাখ পরিবার কর্মহীন হয়ে পড়েছে।হঠাৎ বলা নেই কথা নেই। করোনার মহামারির চাপে পড়ে সবাই গৃহবন্ধি হয়ে পড়বে কে জানত? করোনা কি? তার এত দাপট জানা নেই মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের জহুরা বেগমের।
খাদ্যের জন্য ছোটাছুটি করছে এদিক সেদিক।যাচ্ছে চেয়ারম্যান, মেম্বারের নিকট। তবু মিলছেনা খাবার।তবে লোক মুখে শুনেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান একজন দয়ালু লোক ফোন করলে খাদ্য সামগ্রী দেয়।লোকজনের কাছ থেকে সংগ্রহ করলেন ডিসির ফোন।
অবশেষে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ভয়ে ভয়ে ডিসিকে ফোন দেন জহুরা বেগম।ফোন দিয়েই খিদের যন্ত্রণায় হাউমাউ করে কান্না শুরু করেন।মানবিক ডিসি বুঝলেন তার কষ্টের কথা।প্রায় ঘন্টাখানের মাঝেই মোবাইল ফোনে ডাক পড়ে জহুরার।
ডিসির নির্দেশে মাধবপুর উপজেলা অফিসের লোক তার বাড়িতে খাদ্যের বস্তা নিয়ে আসেন।জহুরা বলেন জীবনে কল্পনাও করতে পারিনি ফোন দিলে খাদ্য পাব।