সৈয়দ হাবিবুর রহমান ডিউকঃ ঢাকা – সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা – মা হারানো জমজ দুইটি সন্তানকে বর্ণমালা সামাজিক সংগঠন এর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, আজ বিকাল ৫ টায় জমজ দুই সন্তানের পক্ষে তাদের দাদা মোতালিব মিয়ার হাতে তুলে দেয়া হয় খাদ্যসামগ্রী। এসময় উপস্থিত ছিলেন বর্ণমালার সভাপতি আবেদুর রহমান পাভেল, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
সালমান শাহ , নুরউদ্দিন, আপন, আজিম, নাজমুল, সোলেমান, ফয়জুল, এনাম, সাব্বির, সুলতান মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গতকিছু দেন আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চানপুর গ্রামের নোমান মিয়া, এর কিছুদিন পর নোমান মিয়ার স্ত্রী ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাদের রেখে যাওয়া দুই জমজ সন্তান আছিয়া ও আফরিন এতিম হয়ে যায়। ইতোমধ্যে তাদের পাশে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, মুখলিছ মিয়া সহ অনেক সামাজিক সংঘটন পাশে দাঁড়িয়েছে।