দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : বাঁচতে চায় মেধাবী শিশু নাঈম। মাত্র এক লক্ষ টাকার জন্য অকালে প্রাণ হারাতে চায়না পঁঞ্চম শ্রেণী পড়ুয়া মেধাবী- এতিম নাঈম।
এই পরিমাণ অর্থ যোগার করার সামর্থ্য তার নেই।তাই শিশু নাঈম এখন মৃত্যুর প্রহর গুনছে। এই সমাজের হৃদয়বান মানুষই তার শেষ ভরসা।মানবতায় উজ্জীবিত মানুষরাই পারেন এই শিশু নাঈম কে বাচিয়ে তুলতে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিবারের হাসি ফুটতে পারে।শিশুটা পেতে পারে নতুন জীবন।তাই নিরুপায় হয়ে সমাজের বিত্তশালীদের কাছে শিশু নাঈম এর বড় ভাই দিন মজুর বিল্লাল তিনি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
শিশু নাঈমের বাড়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামে। সে দিন মজুর বিল্লালের ছোট ভাই।
উল্লেখ্য, ১০বছরের এই শিশুটি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট উসমানী হাসপাতালে পাঁচ তলার ২১ নং ওয়ার্ড এর ৩৮ নং বেডে ডাঃ রেজাউল করিমের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
তাকে বাঁচানোর জন্য তার বড় ভাই বিল্লাল হোসেন এবং বিধবা মাতা আনোয়ারা বেগম সকলের সহযোগীতা কামনা করছেন। আকরামুল হক এমরান ,সঞ্চয়ী হিসাব নং ২৩৮১ বাংলাদেশ কৃষি ব্যাংক আমুরোড শাখা। বিকাশ নং ০১৭২১৫২০২৯৪ পারসনাল। এই নম্বরে ০১৭১৮ ৭৯০ ৬১৭ যোগাযোগ করতে পারেন।