বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট সতং বাজারে অজ্ঞাত পরিচয়হীন এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে।খবর নিয়ে জানাযায়, আজ মঙ্গলবার দুপুরে স্হানীয় লোকজন ওই বাজারের রাস্তার পাশে একটি সিএনজি ভিতরে কাবলী পাঞ্জাবী জামাপড়া,লম্বা এবং পর্সা (বয়স ৬০ উপরে হবে,মুখে হালকা দাড়ি আছে)মৃত্যু অবস্হায় লাশটি সিএনজির ভিতরে পাওয়া যায়।এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।