মাধবপুর প্রতিনিধি : ভারতীয় নাগরিকদের হাতে খুন হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার লোকমান হোসেন (৩২)-এর মরদেহ শুক্রবার ফিরিয়ে দেওয়া হয়েছে। খুন হওয়ার ৬ দিন পর শুক্রবার সন্ধ্যায় মাধবপুরের ধর্মঘট ইউনিয়নের মোহনপুর সীমান্ত দিয়ে লোকমান হোসেনের লাশ ফেরত দেওয়া হয়।
জানা যা, গত ২৪ মে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মোহন এলাকায় তার ফুফুর বাড়ি যাচ্ছিলেন। ভারতের ত্রিপুরা রাজ্যের গোপালনগর পৌঁছাতেই এক দল ভারতীয় নাগরিক লোকমান হোসেনকে গরুচোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত লোকমান মিয়া মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
লোকমানের লাশ ফিরিয়ে বুধবার বিকেলে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় তার লাশ ফেরত দেয় ভারত। ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশের কর্মকর্তা কামাল মজুমদার শুক্রবার লোকমানের লাশ হস্তান্তর করেন। লোকমানের ভাই হুমায়ুন কবির লাশটি গ্রহণ করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সামসউদ্দিন কামাল উপস্থিত ছিলেন।