নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার অর্ধশত বছর পরে ও হয়নি মন্দরী টু বানিয়াচং এর সড়কের কাজ।কবে হবে সেটিও কেউ বলতে পারছেন না। বানিয়াচং এর প্রায় ৬ কিলোমিটার উত্তরে অবস্থিত মন্দরী গ্রাম। এই গ্রামের মানুষ এর হাট বাজার, পোষ্ট অফিস, থানা,উপজেলা, সাবরেজিস্টার অফিস।
প্রতিদিন শত শত মানুষ এর যাতায়াত বানিয়াচংয়ে। এ অবস্থায় মন্দরী গ্রামের মানুষ এর দুঃখের কোন শেষ নেই। দেখারও যেন কেউ নেই।
এদিকে সড়কের নির্মাণ কাজ চলছে প্রায় ২ কিলোমিটার কিন্তু যে জায়গায় সব সময় কাঁদা পানি লেগে থাকে সেই জায়গাটুকুই নির্মাণ করার কোন হদিস নেই অদ্যবধি পর্যন্ত । এ নিয়ে গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের একটি চাওয়া এই সড়কটির কাজ যেন দ্রুত শেষ হয়।