নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ বিভিন্ন পেশাজীবী চারশত জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দিল জেলা প্রশাসন। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে এই সকল পেশাজীবীদের প্রায় কর্মহীন হয়ে পরতে হয়েছে। তাই তাদেরকে সরকারি ভাবেই এই সহায়তায় এগিয়ে আসে জেলা প্রশাসন।
রোববার (১৪ জুন) দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ১০০ স্বর্ণকার, ১১০ জন পরিবহন শ্রমিক, ১০০ জন রাজমিস্ত্রি, ৩৫ জন হকারসহ মোট ৪ শত পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই শায়েস্থাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এমপি, জেলা মোহাম্মদ কামরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত প্রমুখ।