নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার দুর্লভপুর গ্রামের ঘুমন্ত বাহা উদ্দিনের মৃত দেহ কদম গাছের ডালে গেল কি করে? এ নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই গ্রামের জহুর আলীর পুত্র বাহা উদ্দিন (৪৫) প্রতিদিনকার ন্যায় গত মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
বুধবার (১৫ এপ্রিল) ভোরে বাহা উদ্দিনের মৃত দেহ পার্শ্ববর্তী খালের পাড়ে কদম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বানিয়াচঙ্গ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করে।
এ ব্যাপারে ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, মৃত্যুটি রহস্যজনক হলেও ময়না তদন্ত ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না।