বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি।।
বাহুবলে ইয়াবাসহ জনতার হাতে আটক সোহেল মিয়া( ৩০) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ জুন রবিবার রাত সাড়ে ১১ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল।
দন্ডপ্রাপ্ত যুবক সোহেল উপজেলার দক্ষিন স্নানঘাট গ্রামের আব্দুল মালেকের পুত্র।
জানা যায়, রাত ১১ টার দিকে সোহেল মিয়াকে ৩ পিস ইয়াবা সহ স্থানীয় জনতা হোসেনপুর নামক স্থান থেকে আটক করেন।
খবর পেয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিল ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করে থাকে জেল হাজতে প্রেরন করেন।