মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অপহৃত ডিগ্রী পরীক্ষার্থী, দুবাই প্রবাসীর স্ত্রী সুমা রানী শীলকে মঙ্গলবার দিবাগত ভোর রাতে হোটেল হাই-ওয়ে ইন’র সামনে থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণকারী পিন্টু শীলকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া গ্রামের সুভাষ চন্দ্র শীলের মেয়ে সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অপহৃত ডিগ্রী পরীক্ষার্থী সুমা রানী শীল গত ৮ এপ্রিল বিকেল ৩টার দিকে স্বামীর বাড়ি চুনারুঘাট উপজেলার রুস্তমপুর যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকা থেকে একই গ্রামের সুবোধ চন্দ্র শীলের ছেলে পিন্টু চন্দ্র শীল (৩০) ও তার সহযোগীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে সুমার পিতা সুভাষ চন্দ্র শীল বাদী হয়ে ১৪ এপ্রিল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম মঙ্গলবার দিবাগত ভোর রাতে হোটেল হাইওয়ে ইন’র সামনে থেকে ঢাকা যাওয়া পথে সুমাকে উদ্ধার ও অপহরণকারী পিন্টু চন্দ্র দাসকে আটক করে।