নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে নতুন করে ৩ পুলিশ সদস্যসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২২ জুন) ঢাকা এবং সিলেটের ল্যাব থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা শনাক্তের খবর আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৩ পুলিশ সদস্য ও ৪ জন সেলুন কর্মী।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ২৩ জন। সুস্থ হয়েছেন ১২ জন। আর প্রাতিষ্ঠানিক আইশোলেসনে রয়েছেন ১০ জন এবং বাসায় থেকে আইশোলেসন করছেন ১ জন।