হবিগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ন্ত্রণে হবিগঞ্জে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এডিস মশার বংশ বিস্তার করতে হবে রোধ, তাতেই হবে ডেঙ্গু ও চিকনগুনিয়ার শক্ত প্রতিরোধ’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ
কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন’ অপারেশনাল প্লানের আওতায় থার্ড আই কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. কলিম উল্লাহ সিকদারের পরিচালনায় এতে বক্তৃতা করেন সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক, প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির প্রমূখ।
বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধের মূলমন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এ মশা যেন কামড়াতে না পারে, তার ব্যবস্থা করা। তাই ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগি স্থানগুলো ধংস করতে হবে।