চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক সীমান্তের কর্মহীন ১৬৫ পরিবারকে ত্রাণ দিয়েছে বিজিবি’র ৫৫ ব্যাটালিয়ন।
বুধবার (২৪ জুন) সকালে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত ফাঁড়ি, সাতছড়ি সীমান্ত ফাঁড়ি ও মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি এলাকার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল এস.এন.এম সামিউন্নবী চৌধুরী।
এ সময়ে অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী বলেন, আমাদের সবাইকে করোনাভাইরাস থেকে আত্মরক্ষার জন্য সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা পরবর্তী সময়ে মহামারি এড়ানোর জন্য ফসলের বীজ সংরক্ষণ করার জন্য উদ্বুদ্ধ করেন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দিন, সুবেদার মুজিবুর রহমান,আবু তাহের, নজরুল ইসলাম,চিত্র দেববর্মা ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।