লন্ডন থেকে বিশেষ প্রতিনিধী মোঃ ওলিউর রহমান খান : ব্রিটেনে নব জাতক শিশুদের জন্য মোহাম্মদ নামটি এখন সবচেয়ে জনপ্রিয়, জর্জ নামটি পঞ্চম স্তানে নেমে গেছে, বেবি সেন্টার নামে এক ওয়েবসাইট এ তথ্য প্রকাশ করেছে । তারা প্রতি বৎষর শিশুদের জনপ্রিয় নামের তালিকা প্রকাশ করে, ছেলেদের মোহাম্মদ নামটি প্রতিদন্দিহীন এক নম্বরে রয়েছে, দিতীয় স্তানে থাকা অলিভার নামের চেয়ে ২৭ পয়েন্ট এগিয়ে,আর মেয়েদের নামের সোফিয়া সবচেয়ে জনপ্রিয় । কেবল মোহাম্মদ নয় অন্যান্য আরবি নাম ও ব্রিটেনে ক্রম বর্ধমান হারে জনপ্রিয় হচ্চে, চলতি বৎষর আরবি নাম ওমর ইব্রাহিম শীর্ষ ১০০ এ স্তান পেয়েছে, মেয়েদের নাম মরিয়ম এখন ৩৫ এ উটে এসেছে, গত বৎষর ছিল ৫৯ এ,নতুন জনপ্রিয় নাম হিসাবে আত্তপ্রকাশ করেছে নুর, এ নাটি এখন ২৯ এ, ।