নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভারতের শিলং থেকে নিয়ন্ত্রিত অনলাইন এন্ডিং জুয়া (তীর শিলং) খেলার দায়ে হেলিম মিয়া (৩২) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার বিকাল আনুমানিক ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস.আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আজমিরীগঞ্জ গরুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটক ব্যক্তি পৌর এলাকার আজিমনগর (লম্বাহাটি) গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকারের ভ্রাম্যমাণ আদালতে হেলিম কে হাজির করা হলে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আবু হানিফ গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /০৫ জুলাই ২০২০/এস এইচ