মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::হবিগঞ্জের মাধবপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় দুধ ও মেহেদী সহ দুই ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী সস্তামোড়া এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা করে ২২১ পিস ভারতীয় লেকটোজেন দুধ ও৭২০ পিস মেহেদী সহ মন্নর আলী(২৭) ও হৃদয় মিয়া(২০)কে টহল বিজিবি আটক করে।
আটক দুধ ও মেহেদীর আনুমানিক মূল্য এক লাখ তেতাল্লিশ হাজার টাকা। ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /১০ জুলাই ২০২০/এস এইচ