আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের বাল্লা সীমান্তে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস্ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
(১২ জুলাই) রবিবার রাতে বাল্লা সীমান্তের খোয়াই নদী দিয়ে পাচারের সময় বিজিবি’র ধাওয়া খেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ সময় তারা কয়েকটি বস্তায় ভারতীয় কলগেট,পাউডার ও হরলিক্স আটক করেন। আটক মালামাল প্রায় ৪ লক্ষ টাকা মূল্য হবে।
বিজিবি’র সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন,চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে বিজিবি।
দৈনিক শায়েস্তাগঞ্জ /১৩ জুলাই ২০২০/এস এইচ