মাধবপুর প্রতিনিধি ॥ ভারত থেকে বাংলাদেশে পাচারকালে মাধবপুরের তেলিয়াপাড়া ন্যাশনাল চা বাগানে ভারতীয় ২ হাজার ৫শ প্যাকেট আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, সোমবার বিকালে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার জহিরুল ইসলামের নেতৃত্বে (বিজিবির সদস্যরা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ন্যাশনাল চা বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ২হাজার ৫ শ প্যাকেট কিং কোবরা আতশ বাজি উদ্ধার করে।