মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় আজমিরীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্টিত হয়।‘‘মুজিব বর্ষের আহব্বান, লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ কর্মসুচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ মতিউর রহমান খানেঁর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাকেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান,উপজেলা কৃষি কর্মকতার্ ফারুকুল ইসলাম, প্রকল্প বাস্থবায়ন কর্মকতার্ মোহাম্মদ আলী, মৎস্য কর্মকতার্ রাশেদ উদ জামান, সমাজ সেবা কর্মকতার্ নাজমুল হাসান সোহাগ, তথ্য সেবা কর্মকতার্ রুনা বেগম প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতার্ কর্মচারী, প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় উপজেলা নিবাহী কর্মকতার্ মোঃ মতিউর রহমান খানঁ বলেন, আজমিরীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রজাতি ২০ হাজার গাছের চারা রোপন করা হবে। যেসকল রাস্তায় পানি উঠেনি সেখানে আগামী এক সাপ্তাহের মধ্যে চারা রোপন করা হবে।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /১৬ জুলাই ২০২০/এস এইচ