নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে হবিগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান খান এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান খান জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ বন্ধে মাধবপুর উপজেলার ৫নং আন্দিউরা ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের জোয়ালভাঙ্গা মরা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনকে ১ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।