নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে আইনশৃঙ্খলা উন্নয়নে ও মাদক প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকালে উপজেলার হরষপুর রেলস্টেশন প্লাটফরমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও বেসমারিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলীর একান্ত সচিব মোসাব্বির হোসেন বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল,সাবেক চেয়ারম্যান আঃ নূর, ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ পারুল,কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হাজী আবু তাহের, ধর্মঘর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাজা,আঃ আওয়াল মেম্বার, যুবলীগ সভাপতি মিজানুর রহমান,ছাত্রলীগ সভাপতি সোহেল আহেমদ প্রমুখ।
একই দিন সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর হাজী বাড়িতে চৌমুহনী ইউপি চেয়ারম্যান মোঃ আপন মিয়ার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(মাধবপুর সার্কেল) নাজিম উদ্দিন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সভার আয়োজক প্রভাষক মোজাম্মেল হক, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম, বোরহান মেম্বার প্রমুখ।