আকিকুর রহমান রুমন : হবিগঞ্জের বানিয়াচংয়ের বড়বাজার শহীদ মিনার এলাকায় ছোট ভাই বড় ভাইকে ছুরিকাঘাত করেছে।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় গতকাল ২২ই জুলাই বুধবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে,আপন ছোট ভাইর ছুরি নিতে গিয়ে বড় ভাইকে নিজেই ছুরি দিয়ে আঘাত করে আপন ছোট্ট ভাই।
এই ঘটনার পর পরই ছোট ভাই পালিয়ে যায়।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউপি’র ৩নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়ার মোঃইউনুছ মিয়ার ছোট ছেলে বক্কর মিয়া(২৮) তার বড়ভাই আবুবক্করকে (৩৫) কে ছুরিকাঘাত করে আহত করে দৌড়ে পালিয়ে যায়।এসময় সে মাটিতে লুঠিয়ে পরে যায়।
বড় বাজার শহীদ মিনারের পাশে ছোট ভাই’র কাছ থেকে ধারালো ছুরি নিতে গিয়ে,তিনিই নিজেই ছুরিঘাত হন।
পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ আহত বড় ভাইকে বানিয়াচং হাসপাতাল নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কতৃপক্ষ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন।
পরে আহত বড় ভাইকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশে বানিয়াচং থানা পুলিশ রওয়ানা দেন।
এছাড়াও এই ঘটনায় বাজারের শহীদ মিনার এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনার ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এমরান হোসেনের সাথে রাত ১১টা ৪০মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে,তিনি জানান তার সকল অফিসার ও সদস্যদের নিয়ে বক্কর(২৮)কে গ্রেফতার করতে সাড়াশি অভিযান চালাচ্ছেন।
রুমন/দৈনিক শায়েস্তাগঞ্জ /এস এইচ