আলমগীর কবির, মাধবপুরে থেকেঃ হবিগঞ্জে মাধবপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক নেতৃত্বে ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে মাধবপুর বাজার থেকে অবৈধ কারেন্ট জাল ৭ হাজার মিটার ও কাটা বেড় জাল ১হাজার ৫০০ মিটার উদ্ধার করেন।যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান, পৌরসভা প্যানেল মেয়র দুলাল খা, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক উপস্থিতিতে জনসম্মুখে ৭হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫০০ মিটার কাটা বেড় জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
আলমগীর কবির/দৈনিক শায়েস্তাগঞ্জ /এস এইচ টিটু