চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট শ্রীকুটা গরুর বাজারে কাজ করতে গিয়ে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তি উপজেলার উত্তর নরপতি খামারপাড়া গ্রামের মনজব মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪২)।
তার পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্রীকুটা গরুর বাজারে কাজ করার সময় একটি পরিত্যক্ত টিনের টং দোকানে হাত দিতেই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। আহত অবস্তায় থাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনী প্রক্রিয়া শেষ করে তার আত্মীয়-স্বজনের কাছে লাশ দাফনের জন্য দেয়া হয়েছে।
জেএইচএল/কেএআর/দৈনিক শায়েস্তাগঞ্জ