আকিকুর রহমান রুমন,বানিয়াচং থেকেঃ
বানিয়াচং উপজেলার চারটি ইউনিয়নে পানি বন্দীদের মাঝে ত্রাণ বিতরণ বিথঙ্গল আখড়া পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক।
শুক্রবার (২৪ জুলাই) বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১নং মক্রমপুর ইউপি, ১৩নং মন্দরী, ১৪নং মুরাদপুর, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দসহ আওয়ামী লীগ পরিবারের নেতৃবৃন্দ প্রমূখ।
ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক কামরুল হাসান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সহ ইউপি চেয়ারম্যান ও সদস্য বৃন্দকে সাথে নিয়ে বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বিথঙ্গল আখড়া পরিদর্শন ও বিভিন্ন ধরনের খুজ খবর নেন।
এআরআর/কেএআর/দৈনিক শায়েস্তাগঞ্জ