এফ এম খন্দকার মায়া, চুনারুঘাটঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রেমিট্যান্স যোদ্ধা মকসুদ আলী সহায়তায় টিন ও নগদ অর্থ ফেলেন বন্যায় ক্ষতিগ্রস্থ ফারুক মিয়া।
আজ ২৫ জুলাই শনিবার দুপুর ২টায় চুনারুঘাট প্রবাসী গ্রুপ কার্যালয়ে বদরুল আলম আজাদ হিরুন মেম্বার এর উপস্থিতিতে এই টিন ও নগদ অর্থ ফারুক এর হাতে তুলে দেয়া হয়।
জানা যায় চুনারুঘাটে দেশ বিদেশ সমন্বয়ে গঠিত প্রবাসী গ্রুপ মানুষ মানুষের জন্যে চুনারুঘাট প্রবাসী গ্রুপের ব্যানারে সৌদী প্রবাসী দাতা সদস্য রেমিটেন্স যোদ্ধা অত্র গ্রুপের সম্মানীত সিনিয়র সহকারী সদস্য সচিব মীর মকছুদ আলী এর একক অর্থায়নে ২নং আহমাদাবাদ ইউনিয়েনে ৬নং ওয়ার্ডের মৃত আনছব আলীর ছেলে বন্যায় ক্ষতিগ্রস্ত ফারুক মিয়াকে নগদ অর্থ ও ডেউটিন হস্তান্তর করা হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন মোঃ তারা মিয়া, সাংবাদিক মনিরুজ্জামান তাহের,শোভাকাঙ্কী সদস্য মোঃ আজিজুল হক বকুল ও হাসান মিয়া প্রমুখ।
মায়া/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ