মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাধবপুর উপজেলার প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা সহ ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে বিতরণকৃত সকাল ভাতা সুষ্ঠ ভাবে বিতরণ বিষয়ে আলোচনা হয়।
এসময় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এর হাতে উপহার প্রদান করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তাদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো: সালমান শাহ, উদ্যোক্তা বিশ্নু চন্দ্র সরকার, প্রাণতুষ সূত্রধর, শফিকুল ইসলাম, সাহাদত হোসেন, বাদল আহমেদ প্রমূখ।
কবির/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ