এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জবা কে রক্ত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
২৬ জুলাই সন্ধ্যায় এডভোকেট মোস্তাক বাহার এর সহযোগিতায় ক্যন্সার আক্রান্ত জবা কে রক্ত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।
জানা যায়, চুনারুঘাট পৌরসভায় আমকান্দি গ্রামের জবা ফরাজি দীর্ঘ দিন মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন।তাকে নিয়মিত রক্ত নিতে হয় ।
সে এই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত অবস্থায় নিয়মিত বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে হাসি মুখে কাজ করে যাচ্ছে।
জবার সামাজিক কর্মকান্ড দেখে রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেন চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।
২৬ জুলাই সন্ধ্যায় ক্যান্সারে আক্রান্ত জবা ফরাজি কে এ ব্যাগ রক্ত দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসারের রক্ত দেয়া দেখে অনেকেই অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়ে লিখেন প্রশাসনিক কর্মকর্তাগনও এগিয়ে আসছেন রক্তদানের মত মানবিক কাজে ।রক্তদানের মতো মহৎ উদ্যোগ ছড়িয়ে যাবে দেশ জুড়ে।
এ ব্যাপারে এডভোকেট মোস্তাক বাহার বলেন ইউএনও ক্যান্সার আক্রান্ত জবা কে রক্ত দিয়ে নিজেকে মানবিক অফিসার হিসেবে প্রমান করলেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন ক্যান্সার আক্রান্ত জবা ফরাজি কে রক্ত দিয়েছি মানুষ হিসেবে। সবাই মানবিক হওয়া প্রয়োজন।
ক্যান্সার আক্রান্ত মানুষজন যাতে রক্তের অভাবে মারা না যায় সে জন্য আমার এই উদ্যোগ। যাতে মানুষ উৎসাহ পায়।
মায়া/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ টিটু