আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট সীমান্তের মাদক সম্রাট আব্দুল হক (৪০) কে আটক করেছে পুলিশ।৪ জুলাই দুপুরে তার নিজ ধরতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে।এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী ও সাপু মেম্বারের সহযোগীতায় ১ কিঃ মিঃ দৌড়ে তাকে আটক করে পুলিশ।
চুনারুঘাট থানার এসআই শহিদুল ইসলাম ও এএসআই কামাল আহমেদ জানান তার বিরুদ্ধে মাদকের হাফ ডর্জন মামলা রয়েছে।সে পুলিশ ও বিজিবির মোস্ট-ওয়ানটেড মাদক চোরাকারবারি। পুলিশ দীর্ঘদিন যাবৎ তাকে ধরার জন্য অভিযান করেছে কিন্তু সে সুচতুর। কয়েকবার মাদক সহ বিভিন্ন স্থানে আটক হয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার পর একের পর এক রাগব-বোয়াল’রা ধরা পড়ছে। তিনি বলেন হয় মাদক থাকবে না হয় তিনি থাকবেন।মাদকের ব্যাপারে কেউ সুপারিশ করলে তার নাম থানায় রেকর্ড করে রাখা হবে।
বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) নাসির উদ্দিন বলেন,আঃ হক সীমান্তের ১ নাম্বার চোরাকারবারি। তাকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা নমীর খান বলেন দঃ ছয়শ্রী,গনকিরপাড়,সাদ্দাম বাজার ব্যাঙের ছাতার মত মাদক ব্যবসায়ী বাড়ছে।এখন সময় এসেছে তাদের বিষদাত ভেঙ্গে দেয়ার।
রাজু/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ