আলমগীর কবির,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর গ্রামে নকল এনার্জি ড্রিংক এবং আমের জুস তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় একজন ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশানার (ভুমি) আয়েশা আক্তার অভিযান চালিয়ে এর সন্ধান পান। নকল পণ্য সামগ্রী তৈরি করার অপরাধে ব্যবসায়ী মারুফ মিয়াকে জরিমানা করা হয়। মারুফ শিবজয়নগর গ্রামের ইজার উদ্দিনের পুত্র। পরে জনসম্মুখে পণ্য সামগ্রী ধ্বংস করা হয়েছে।
কবির/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু