শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় রেলওয়ে পার্কিংয়ে পৌরসভা কর্তৃক নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ থানা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
সকাল সাড়ে ১০টায় পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
প্যানেল মেয়র মোঃ মাসুদোজ্জামান মাসুকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -৩ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, পৌর কাউন্সিলর খায়রুল আলম মোহাম্মদ আলীসহ আরো অনেকেই।
পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪০০ দরিদ্র পরিবারে ১০ কেজি করে চাল, ৫০টি অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফিরাতে দুইটি করে হাঁস ও ১০০ পরিবারে গাছের চারা বিতরণ করা হয়েছে।
এর আগে পৌরসভা প্রাঙ্গণে গাছের চারা রোপন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। এছাড়াও পৌরসভার ৪৬টি মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
এর আগে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দু রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল আলী প্রমুখ।