আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জে মাধবপুরে করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাধবপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
১৬ আগস্ট রোববার সকাল ১০ টা থেকে মাধবপুর বাজারে ভিতর ও বাসস্ট্যান্ডে দিকে এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময়, মাক্স না পড়াই ও দোকানের সামনে মালামাল রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার ৩ জন কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
২ জনকে পাঁচশত টাকা ও ১জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জনসাধারণের ও বাজারের ব্যবসায়ীদের কে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার জন্য সতর্ক করেন ও জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও মাক্স ব্যবহার করতে সতর্ক করেন , এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
কবির/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু