স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ বিআরটিএ-র উদ্যোগে পেশাজীবি চালকদেও দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ হল রুমে সরকারী নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ নুরুজ্জামানের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহাকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শামসউদ্দিন মোঃ রেজা, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ বাধন আচার্য্য, ট্রাফিক সার্জেন্ট তোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোটরযান পরিদর্শক মোঃ শরফউদ্দিন আকন্দ এবং সার্বিক সহযোগীতায় ইন্দ্রজিত রায়। বক্তাগন বলেন, জীবনের আগে জীবিকা নয়, গাড়ী চালানোর সময় ক্ষেত্রে কখনও প্রতিযোগীতা নয় নিরাপদে গন্তব্যে পৌছানো আসল লক্ষ্য।যেকোন যাত্রা শুরুর পূর্বে অবশ্যই যানবাহন পরীক্ষা করে নিতে হবে, কোন অবস্থায় ত্রুটিযুক্ত যানবাহন নিয়ে রাস্তায় বের হওয়া যাবেনা। সরকার এবং আইন শৃংখলা বাহিনী মানুষের জানমালে নিরাপত্তার জন্য কঠোর অবস্থানে আছে। তাই এব্যাপারে প্রত্যেককে আরো সচেতন হতে হবে।
সালিক আহমেদ/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু