নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাদাউড়ি গ্রামে ঝড়তুফানে গাছের নিচে চাপা পড়ে অন্তঃসত্ত্বা মা ও তার ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বানিয়াচং উপজেলা সদরের উত্তর-পূর্ব ইউনিয়নের বাদাউড়ি গ্রামের ফজল মিয়ার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নুরজাহান বেগম (২২) ও তাদের ছেলে রবিন মিয়া (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বানিয়াচংয়ের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় ফজলের বাড়ির পশ্চিম পাশের একটি কড়ই গাছ ভেঙে তার টিনশেড ঘরের ওপর পড়ে। এসময় গাছ ও ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার স্ত্রী ও ছেলের মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।