আলমগীর কবির,মাধবপুর থেকে :হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর থেকে ইয়াবা ও দুইটি এপাসি মোটরসাইকেলসহ সহোদর দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান, শুক্রবার(২১ আগস্ট) বিকালে ধর্মঘর বিওপির নায়েক মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯৬ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর পাকা রাস্তার মোড় নামক স্থান হতে আটক করা হয়।
আটককৃতরা হল- ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার দুই পুত্র মোঃ রুবেল মিয়া (২৬) এবং মোঃ সাগর মিয়া (২১) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ টি এপাসি মোটর সাইকেলসহ আটক করা হয়। আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
কবির/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু