বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন এর যাত্রা পাশা গ্রামের পবিত্র জনাব আলী ঈদগাহ এর মিনারের ভিতরে জুয়া খেলার অপরাধে ২২ আগস্ট শনিবার বিকাল আনুমানিক ৪ ঘটিকায় দুলাল মিয়া (২৫) এবং রাজিমুল মিয়া (২৫) কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ ।
জানা যায় উপজেলার যাত্রা পাশা গ্রামের জনাব আলী ঈদগাহে দীর্ঘ দিন যাবত দুলাল মিয়া পিতা আবদুর রহমান এবং রাজিমুল মিয়া পিতা নূরুল হক মিয়া সহ ৭-৮ জন মিলে যাত্রা পাশা জনাব আলী ঈদগাহের মিনারের ভিতরে জুয়া খেলার আয়োজন করে আসছিল, আজ ও খেলার আয়োজন করে তারা।
গোপন সংবাদের ভিত্তিতে এস. আই মলাই মিয়ার নেতৃত্বে বানিয়াচং থানার একদল পুলিশ ঈদগাহে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এই দুইজন কে আটক করেছে, বাকিরা সব পানিতে সাঁতরে পালিয়ে যায়।
এসময় পুলিশ ঘটনা স্থল থেকে ৬ টা মোবাইল ফোন উদ্ধার করে।
ভ্রাম্য মান আদালতের মাধ্যমে আটক কৃত দুইজন কে পৃথক ভাবে একশত টাকা করে মোট ২০০ (দুইশত টাকা) জরিমানা করা হয়।
এবং জব্দ কৃত মোবাইল ফোন গুলো ভ্রাম্যমান আদালতের নির্দেশে আসামি দুলাল মিয়া এবং রাজিমুল মিয়ার কাছে ফেরত দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ইফফাত আরা উর্মি বানিয়াচং উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি।
এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে পুলিশ ।
দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে অভিযান সফল করা হয়েছে, পবিত্র ঈদগাহ এর ভিতরে জুয়া খেলা অবস্থায় জুয়ারিদের উপর হামলা করলে দুই জন কে গ্রেফতার করতে সফল হয় পুলিশ।
বাকিরা ঈদগাহের পার্শ্ববর্তী খালে ঝাঁপিয়ে পরে, এবং সাঁতার কেটে পালিয়ে যায়।
পুলিশ সদস্য কম হওয়ায় দুইজন কে অনেক জবরদস্তি করে আটক করা সম্ভব হয়েছে, এসময় আসামিদের দুটি মোবাইল ফোন সহ মোট ৬টি মোবাইল ফোন মিনারের ভিতর থেকে উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্দেশে সেগুলো আসামি দুলাল এবং রাজিমুল মিয়ার কাছে ফেরত দেওয়া হয়েছে।