রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের ১৯০ জন কার্ডধারী পরিবারের মাঝে ৩০ কেজি হারে ভি. জি. ডি চাল বিতরণ করা হয়।
(২৪শে আগষ্ট) সোমবার সকালে ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে শারিরীক দুরত্ব বজায় রেখে চাল বিতরণ শুরু হয়। একে একে ১৯০ জনের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন ৭নং জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম শফিক , মহিলা সদস্য মালেকা আজিজ, ইউ/পি আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ শাহাবুদ্দিন মিয়া সহ ইউ/পি সদস্য বৃন্ধ।
চাল বিতরণ কালে চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা মোকাবেলার আহব্বান করেন।