আলমগীর কবির মাধবপুর থেকে : হবিগঞ্জ মাধবপুরে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও মাস্কের ব্যবহার নিশ্চিত এর লক্ষ্যে এবং ভোক্তা অধিকার নিশ্চিতে উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আকতার মাধবপুর বাজারে ভিতর ও বাসস্ট্যান্ডে এলাকায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আজ ২৬ আগষ্ট বুধবার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাস্ক ব্যবহার না করা, নোংরা পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন ইত্যাদি কারণে এক ব্যক্তি ও ৬ টি প্রতিষ্ঠানকে ৮৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
মাধবপুর থানা পুলিশ মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান জানান স্বাস্থ্যবিধি মানা ও মাস্কের ব্যবহার নিশ্চিত করণের জন্য মাধবপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।