দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : সাংবাদিক মঈনুল হাসান রতনের ভেঙ্গে যাওয়া হাতে অস্ত্রোপ্রাচার সফল হয়েছে। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
সাংবাদিক রতন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি হিসেবে কর্মরত।
গত রবিবার রাতে ঢাকার মোহাম্মদপুরে বিডিএম প্রাইভেট হাসপাতালে ডাক্তার পুনেন্দ্র বিশ্বাসের তত্বাবাধানে অস্ত্রোপ্রাচার করা হয়।
ডাক্তার পুনেন্দ্র বিশ্বাস জানান, ভেঙ্গে যাওয়া ডানহাতে অপারেশন সফল হয়েছে। তিনি বতর্মানে সুস্থ আছেন। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
এরআগে গত বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামে নিজ বাড়িতে পড়ে গিয়ে ডানহাতে আঘাত পান সাংবাদিক রতন।
সাংবাদিক মঈনুল হাসান রতন বাংলাদেশ মানবাদিকার কাউন্সিল (বামাকা) শায়েস্তাগঞ্জ থানার শাখার সভাপতি।