শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : চুনারুঘাটের কৃতিসন্তান ডাঃ এ.বি.এম মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন -চুনারুঘাট সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১২টায় চুনারুঘাট উত্তর বাজারস্থ মুসলিম প্লাজায় অবস্থিত এম.কে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক” এ সাক্ষাতকারে উপস্থিত ছিলেন – চুনারুঘাট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তাহের, যুগ্ন সম্পাদক নূর উদ্দিন সুমন, ফজল মিয়া তরফদার, শংকর শীল, টিপু ফরাজি, সাইফুর রহমান প্রমুখ।
সাক্ষাতকারে ডাঃ এ.বি.এম মাহবুবুর রহমান বলেন, আমি গরীব অসহায় রোগীদের পাশে থেকে আমার সাধ্যমতে আমি চিকিৎসাসেবা প্রদানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমি এম. কে ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক” এ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা – রাত্র ৮টা পর্যন্ত এবং রবিবার বিকাল ৪টা – রাত্র ৮টা পর্যন্ত রোগী দেখি।
ডাঃ এ.বি.এম মাহবুব রহমান, এমবিবিএস (ঢাবি),পিজিটি (হিস্টোপ্যাথলজি),সিএমইউ (আল্ট্রাসনোগ্রাম)মেডিসিন, শিশু,বাত-ব্যথা, নাক-কান, গলা, চর্ম, যৌন ও ক্যান্সার রোগ নির্ণয়ে অভিজ্ঞ চিকিৎসক।
শংকর শীল/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু