রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর থেকে : “ব্লাড সোসাইটি হবিগঞ্জ ” একটি রক্তদান সংগঠন। সংগঠন এর মাধবপুর উপজেলা শাখার সভাপতি শেখ ইমন আহাম্মেদ রক্ত দানে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বরূপ ক্রেস প্রদান করা হয়।
(২৯’শে আগষ্ট) শনিবার ব্লাড সোসাইটি হবিগঞ্জ এর এক আলোচনা সভায় হবিগঞ্জ হিলফুল ফুযুল সুন্নি সংগঠন এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান হৃদয় এর সৌজন্য ক্রেস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্লাড সোসাইটি হবিগঞ্জ এর পক্ষ থেকে ব্লাড সোসাইটি হবিগঞ্জ এর উপদেষ্টা শেখ মোঃ ইকবাল হোসেন ও রুপক ঘোষ। উপস্থিত ছিলেন ব্লাড সোসাইটি হবিগঞ্জ এর সভাপতি এনামূর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ নাজির সহ অসংখ্য স্বেচ্ছাসেবী।
পাশাপাশি অন্যান্য উপজেলার সেচ্ছা সেবীদেরও ক্রেস প্রদান করা হয়।