রুয়েল আহাম্মেদ রুবেল,মাধবপুর থেকে: মাধবপুর উপজেলার ০৮-নং বুল্লা ইউনিয়নের সজিব ওয়াজেদ জয় পরিষদ এর পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন যায়গায় বৃক্ষরোপন কর্মসূচি এবং গরীব অসহায় দুস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত (২৯’আগষ্ট) উপজেলার বুল্লা ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট সজিব ওয়াজেদ জয় পরিষদ এর কমিটির অনুমোদন দেওয়া হয়। আজ (৩১’আগষ্ট) সোমবার সকালে কমিটির সকলের সহযোগীতায় বৃক্ষরোপন কর্মসূচি এবং খাদ্যে সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে তাদের কমিটির যাত্রা শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন সজিব ওয়াজেদ জয় পরিষদের মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হাসান কবির সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব কাদির হোসেন জুয়েল রানা, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সজিব ওয়াজেদ জয় পরিষদের বুল্লা ইউ/পি’র সভাপতি জনাব এরশাদ মিয়া।
অনুষ্টান পরিচালনা করেন বুল্লা ইউ/পি’র সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন শিবলু এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাল।